1. mdsaifulbinnurujjaman@gmail.com : লক্ষ্মী কথন : লক্ষ্মী কথন
  2. natorelive@natorelive.com : natore live : natore live
  3. info@www.natorelive.com : 𝐍𝐚𝐭𝐨𝐫𝐞 𝐋𝐢𝐯𝐞 :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল গুড় তৈরির ধুম পড়েছে

  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

নাটোর(লালপুর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল গুড় তৈরির ধুম পড়েছে। উপজেলার লালপুর, বালিতিতা ইসলামপুর, রায়পুর, হাগরাগাড়ি ও ওয়ালিয়ার প্রতিটি গ্রামের আনাচে কানাছে গড়ে উঠেছে ভেজাল গুর তৈরির কারখানা। বুধবার সকালে উপজেলার দিলালপুর গ্রামে গিয়ে দেখা যায়, একই গ্রামের আবেদ আলীর ছেলে সুমন ভারত থেকে আমদানিকৃত এলসি গুড় থেকে বিভিন্ন বিষাক্ত কেমিকেল মিশিয়ে গুড় তৈরি করছেন। অপরদিকে রায়পুর গ্রামে সারোয়ার নামের আরেক গুড় ব্যবসায়ী গুড় তৈরি করছেন। তাদের সাথে কথা বললে তারা দাবি করেন, সকল দপ্তরকে ম্যানেজ করেই তারা এই কর্মকান্ড পরিচালনা করছেন। তবে পুরো রমজান জুড়ে ইফতারের সময় সরবতের চাহিদা মেটাতে এলসি গুড় থেকে ভেজাল আখের গুড় তৈরি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সকল ভেজাল গুড় উৎপাদন কারখানায় মাঝে মধ্যে দুই একবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে জরিমানা করা হলেও তার তোয়াক্কা না করেই অবাধে উৎপাদন হচ্ছে ভেজাল গুড়। স্থানীয়রা আরও বলছে, রোজার সময় গুড়ের চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে আখের গুড়ের নামে বিভিন্নরকম ক্ষতিকর পদার্থ মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড় যা মানব দেহের জন্যে ক্ষতিকর। এখানকার উৎপাদিত এই সকল ভেজাল গুড় আড়তদারদের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন,,আমরা নিয়মিত ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে থাকি।ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐈𝐧𝐭𝐞𝐥 𝐖𝐞𝐛